আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২. কুরআন-সুন্নাহর অনুসরণ
হাদীস নং: ৮১
 কুরআন-সুন্নাহর অনুসরণ
সুন্নত বর্জন, বিদআত অবলম্বন এবং প্রবৃত্তি পূজার প্রতি ভীতি প্রদর্শন
৮১. হযরত আবূ বারযা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: আমি তোমাদের উদর ও যৌনাঙ্গের অনাচার এবং গুমরাহকারী প্রবৃত্তির ব্যাপারে সর্বাধিক উৎকণ্ঠা বোধ করি। 
(ইমাম আহমদ, বাযযার এবং তাবারানী তাঁর তিনটি 'মুজামে' হাদীসটি রিওয়ায়াত করেছেন। তাঁর কোন কোন সনদে হাদীসটি বিশ্বস্ত রাবীগণ কর্তৃক বর্ণিত।)
(ইমাম আহমদ, বাযযার এবং তাবারানী তাঁর তিনটি 'মুজামে' হাদীসটি রিওয়ায়াত করেছেন। তাঁর কোন কোন সনদে হাদীসটি বিশ্বস্ত রাবীগণ কর্তৃক বর্ণিত।)
كتاب السنة
التَّرْهِيب من ترك السّنة وارتكاب الْبدع والأهواء
81 - وَعَن أبي بَرزَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِنَّمَا أخْشَى عَلَيْكُم شهوات الغي
فِي بطونكم وفروجكم ومضلات الْهوى
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي معاجيمه الثَّلَاثَة وَبَعض أسانيدهم رُوَاته ثِقَات
فِي بطونكم وفروجكم ومضلات الْهوى
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي معاجيمه الثَّلَاثَة وَبَعض أسانيدهم رُوَاته ثِقَات