আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২. কুরআন-সুন্নাহর অনুসরণ
হাদীস নং: ৮৮
কুরআন-সুন্নাহর অনুসরণ
সুন্নত বর্জন, বিদআত অবলম্বন এবং প্রবৃত্তি পূজার প্রতি ভীতি প্রদর্শন
৮৮. হযরত ইরবায ইব্ন সারিয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা বিদআত থেকে বেঁচে থাকবে, কেননা প্রত্যেক বিদ'আতই গুমরাহী।
(ইমাম আবূ দাউদ, তিরমিযী, ইব্ন মাজাহ ও ইব্ন হিব্বান হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান-সহীহ। একই সনদে পূর্ণাঙ্গ হাদীসটি পূর্বেও এসেছে।)
(ইমাম আবূ দাউদ, তিরমিযী, ইব্ন মাজাহ ও ইব্ন হিব্বান হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান-সহীহ। একই সনদে পূর্ণাঙ্গ হাদীসটি পূর্বেও এসেছে।)
كتاب السنة
التَّرْهِيب من ترك السّنة وارتكاب الْبدع والأهواء
88 - وَعَن الْعِرْبَاض بن سَارِيَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إيَّاكُمْ والمحدثات فَإِن كل محدثة ضَلَالَة
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح وَتقدم بِتَمَامِهِ بِنَحْوِهِ
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح وَتقدم بِتَمَامِهِ بِنَحْوِهِ
বর্ণনাকারী: