আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২. কুরআন-সুন্নাহর অনুসরণ

হাদীস নং: ৮৯
কুরআন-সুন্নাহর অনুসরণ
সুন্নত বর্জন, বিদআত অবলম্বন এবং প্রবৃত্তি পূজার প্রতি ভীতি প্রদর্শন
১৩. হযরত আবূ বাকর সিদ্দীক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: ইবলীস বলে, আমি তাদের (লোকদের) ধ্বংস করেছি পাপাচারে লিপ্ত করে, আর তারা আমাকে ধ্বংস করেছে ইসতিগফার করে। যখন আমি এরূপ দেখলাম, তখন তাদেরকে প্রবৃত্তির দাসত্বে লিপ্ত করে ধ্বংস করলাম। ফলে তারা ধারণা করে তারা তো সৎপথেই আছে, তাই তারা আর ইসতিগফার করে না।
(ইব্ন আবু আসিম প্রমুখ হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب السنة
التَّرْهِيب من ترك السّنة وارتكاب الْبدع والأهواء
89 - وَرُوِيَ عَن أبي بكر الصّديق رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن إِبْلِيس قَالَ أهلكتهم بِالذنُوبِ فأهلكوني بالاستغفار فَلَمَّا رَأَيْت ذَلِك أهلكتهم بالأهواء فهم يحسبون أَنهم مهتدون فَلَا يَسْتَغْفِرُونَ
رَوَاهُ ابْن أبي عَاصِم وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৮৯ | মুসলিম বাংলা