আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২. কুরআন-সুন্নাহর অনুসরণ

হাদীস নং: ৯২
কুরআন-সুন্নাহর অনুসরণ
সুন্নত বর্জন, বিদআত অবলম্বন এবং প্রবৃত্তি পূজার প্রতি ভীতি প্রদর্শন
৯২. হযরত আমর ইব্‌ন আউফ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) একদিন বিলাল ইবন্ হারিসকে বললেন: জেনে রাখ হে বিলাল। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি কি জেনে রাখব? তিনি বললেন: জেনে রাখ, আমার (ইনতিকালের) পরে আমার কোন মৃত সুন্নত যে জীবিত করবে, তদনুযায়ী আমলকারীদের অনুরূপ সওয়াব সেও পাবে। অথচ তাদের সওয়াব থেকে বিন্দু মাত্র হ্রাস করা হবে না। আর যে ব্যক্তি কোন গুমরাহী- পূর্ণ বিদ'আতের প্রচলন করবে, আল্লাহ্ ও রাসূল তাতে খুশি হবেন না এবং সে অনুসারে আমলকারীদের পাপের বোঝা সে ব্যক্তি বহন করবে, অথচ যারা এ সমস্ত কাজ করল, তাদের পাপের বোঝা একটুও হ্রাস করা হবে না।
(ইমাম তিরমিযী ও ইব্ন মাজাহ (র), উভয়ে কাসীর ইব্ন আবদুল্লাহ ইব্‌ন উমর (র) তাঁর পিতা.... পিতামহ সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ ] এ হাদীসের জনৈক রাবী কাসীর ইব্‌ন আবদুল্লাহ বর্জিত। তবে এ হাদীসের সমর্থন ও পরিপোষণে অন্যান্য হাদীসও রয়েছে।
كتاب السنة
التَّرْهِيب من ترك السّنة وارتكاب الْبدع والأهواء
92 - وَعَن عَمْرو بن عَوْف رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لِبلَال بن الْحَارِث
يَوْمًا اعْلَم يَا بِلَال قَالَ مَا أعلم يَا رَسُول الله قَالَ اعْلَم أَن من أَحْيَا سنة من سنتي أميتت بعدِي كَانَ لَهُ من الْأجر مثل من عمل بهَا من غير أَن ينقص من أُجُورهم شَيْئا وَمن ابتدع بِدعَة ضَلَالَة لَا يرضاها الله وَرَسُوله كَانَ عَلَيْهِ مثل آثام من عمل بهَا لَا ينقص ذَلِك من أوزار النَّاس شَيْئا
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه كِلَاهُمَا من طَرِيق كثير بن عبد الله بن عَمْرو بن عَوْف عَن أَبِيه عَن جده وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن
قَالَ الْحَافِظ بل كثير بن عبد الله مَتْرُوك رَوَاهُ كَمَا تقدم وَلَكِن للْحَدِيث شَوَاهِد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৯২ | মুসলিম বাংলা