আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২. কুরআন-সুন্নাহর অনুসরণ

হাদীস নং: ৯৩
কুরআন-সুন্নাহর অনুসরণ
সুন্নত বর্জন, বিদআত অবলম্বন এবং প্রবৃত্তি পূজার প্রতি ভীতি প্রদর্শন
৯৩. হযরত ইরবায ইব্‌ন সারিয়া (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছেন যে, আমি তোমাদেরকে সরল সঠিক পথের উপর রেখে গেলাম, তার রাত তার দিনের মতই উজ্জ্বল। ধ্বংসোম্মুখ লোকেরাই কেবল ঐপথ থেকে বিচ্যুত হবে।
(ইমাম ইব্‌ন আবূ আসিম তাঁর 'কিতাবুস সুন্নাহ' গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب السنة
التَّرْهِيب من ترك السّنة وارتكاب الْبدع والأهواء
93 - وَعَن الْعِرْبَاض بن سَارِيَة رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لقد تركتكم على مثل الْبَيْضَاء لَيْلهَا كنهارها لَا يزِيغ عَنْهَا إِلَّا هَالك
رَوَاهُ ابْن أبي عَاصِم فِي كتاب السّنة بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৯৩ | মুসলিম বাংলা