আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১১১
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১১১. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে ব্যক্তি ইলম অর্জন করা অবস্থায় মৃত্যুবরণ করে, তার ও আম্বিয়া কিরামের মাঝে কেবল নবুওতের স্তরটিরই ব্যবধান থাকবে।
(ইমাম তাবারানী 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
فصل
111 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من جَاءَهُ أَجله وَهُوَ يطْلب الْعلم لَقِي الله وَلم يكن بَينه وَبَين النَّبِيين إِلَّا دَرَجَة النُّبُوَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط