আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১১২
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১১২. হযরত ওয়াসিলা ইবনুল আসকা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে ব্যক্তি ইলম তালাশ করল এবং তা অর্জন করতে সক্ষম হল, আল্লাহ তা‘আলা তার জন্য দ্বিগুণ সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি ইলম তালাশ করল কিন্তু অর্জন করা সম্ভব হল না , আল্লাহ তা‘আলা তার জন্য একগুণ সওয়াব দান করবেন।
(ইমাম তাবারানী 'কাবীর' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন। হাদীসটির রাবীগণ বিশ্বস্ত, তবে তাঁদের ব্যাপারে সমালোচনাও আছে।)
(ইমাম তাবারানী 'কাবীর' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন। হাদীসটির রাবীগণ বিশ্বস্ত, তবে তাঁদের ব্যাপারে সমালোচনাও আছে।)
كتاب الْعلم
فصل
112 - وَعَن وَاثِلَة بن الْأَسْقَع رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من طلب علما فأدركه كتب الله لَهُ كِفْلَيْنِ من الْأجر وَمن طلب علما فَلم يُدْرِكهُ كتب الله لَهُ كفلا من الْأجر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات وَفِيهِمْ كَلَام
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات وَفِيهِمْ كَلَام
বর্ণনাকারী: