আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১১৬
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১১৬. হযরত আবু যর (রা) ও হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তাঁরা দু'জনেই পৃথক পৃথকভাবে বলেন, সকালবেলা বের হয়ে মাসআলা বিষয়ক একটি অনুচ্ছেদ শিক্ষা করা আমার কাছে এক হাজার রাক'আত নফল সালাত অপেক্ষা অধিক পসন্দনীয়। তাঁরা দু'জনে আরো বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ ইলম অন্বেষণকারী যদি ইলম অন্বেষণরত অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে শহীদ।
(ইমাম বাযযার ও তাবারানী তাঁর 'আওসাত' গ্রন্থে হাদীসখানা রিওয়ায়াত করেছেন। তবে তিনি বলেছেন "এক হাজার রাকআত নফল সালাত অপেক্ষা উত্তম।)
كتاب الْعلم
فصل
116 - وَرُوِيَ عَن أبي ذَر وَأبي هُرَيْرَة رَضِي الله عَنْهُمَا أَنَّهُمَا قَالَا لباب يتعلمه الرجل أحب إِنِّي من ألف رَكْعَة تَطَوّعا وَقَالا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا جَاءَ الْمَوْت لطَالب الْعلم وَهُوَ على هَذِه الْحَالة مَاتَ وَهُوَ شَهِيد
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط إِلَّا أَنه قَالَ خير لَهُ من ألف رَكْعَة