আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১১৫
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১১৫. হযরত উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে বিদ্যা বিদ্বানকে সৎপথ দেখায় অথবা তাকে ধ্বংস (অসৎ পথ) হতে ফিরিয়ে রাখে, তার ন্যায় উত্তম উপার্জনকারী আর কেউই নেই। যতক্ষণ পর্যন্ত কারো কাছে আমল ঠিক না হয়, ততক্ষণ পর্যন্ত তার দ্বীনদারী ঠিক হতে পারে না।
(ইমাম তাবারানী নিজ শব্দযোগে 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। সাঈর حَتَّى يَسْتَقِيم عمله এর স্থলে حَتَّى يَسْتَقِيم عقله অর্থাৎ "যতক্ষণ পর্যন্ত তার বিবেক ঠিক না হয়" বলেছেন। তবে উভয়ের সনদসূত্র কাছাকাছি।)
كتاب الْعلم
فصل
115 - وَعَن عمر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا اكْتسب مكتسب مثل فضل علم يهدي صَاحبه إِلَى هدى أَو يردهُ عَن ردى وَمَا استقام دينه حَتَّى يَسْتَقِيم عمله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَاللَّفْظ لَهُ وَالصَّغِير إِلَّا أَنه قَالَ فِيهِ حَتَّى يَسْتَقِيم عقله
وإسنادهما مُتَقَارب
tahqiqতাহকীক:তাহকীক চলমান