আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৩৩
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১৩৩. হযরত আবূ মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: আল্লাহ তা'আলা কিয়ামতের দিন লোকদের থেকে আলিমদের পৃথক করবেন এবং তিনি বলবেন: হে আলিম সম্প্রদায়! আমি আযাব দেওয়ার জন্য তোমাদেরকে ইলম দান করিনি। বরং যাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীরে' হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইমাম তাবারানী তাঁর 'কাবীরে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
فصل
133 - وَرُوِيَ عَن أبي مُوسَى قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يبْعَث الله الْعباد يَوْم الْقِيَامَة ثمَّ يُمَيّز الْعلمَاء فَيَقُول يَا معشر الْعلمَاء إِنِّي لم أَضَع علمي فِيكُم لأعذبكم اذْهَبُوا فقد غفرت لكم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
বর্ণনাকারী: