আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৩৪
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১৩৪. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: আলিম এবং আবিদকে একত্র করা হবে। আবিদকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ কর এবং আলিম ব্যক্তিকে বলা হবে, থাম এবং লোকদের শাফা'আত কর।
(ইস্পাহানী প্রমুখ হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
فصل
134 - وَرُوِيَ عَن أبي أُمَامَة قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يجاء بالعالم وَالْعَابِد فَيُقَال للعابد ادخل الْجنَّة وَيُقَال للْعَالم قف حَتَّى تشفع للنَّاس
رَوَاهُ الْأَصْبَهَانِيّ وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩৪ | মুসলিম বাংলা