আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৩৬
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১৩৬. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনও আবিদের উপর আলিমের মর্যাদা হল সত্তর স্তর ঊর্ধ্বে। আর প্রতি দু'টি স্তরের (মর্যাদা) মধ্যে রয়েছে ধাবমান ঘোড়ার সত্তর বছরের পথের ব্যবধান। শয়তান সাধারণ মানুষের মধ্যে বিদ'আতের প্রচলন করে আর আলিম ব্যক্তি তার অন্তর্দৃষ্টি দ্বারা তা থেকে নিজকে বাঁচিয়ে রাখে। পক্ষান্তরে আবিদ ব্যক্তি তার প্রতিপালকের ইবাদতে মত্ত থাকে, বিদ'আতের দিকে তার দৃষ্টি পড়ে না, আর তা সে সনাক্তও করতে পারে না।
(ইমাম ইস্পাহানী হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইমাম ইস্পাহানী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
فصل
136 - وَرُوِيَ عَن عبد الله بن عمر قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فضل الْعَالم على العابد سَبْعُونَ دَرَجَة مَا بَين كل دَرَجَتَيْنِ حضر الْفرس سبعين عَاما وَذَلِكَ لَان الشَّيْطَان يبدع الْبِدْعَة للنَّاس فيبصرها الْعَالم فينهى عَنْهَا وَالْعَابِد مقبل على عبَادَة ربه لَا يتَوَجَّه لَهَا وَلَا يعرفهَا
رَوَاهُ الْأَصْبَهَانِيّ
رَوَاهُ الْأَصْبَهَانِيّ