আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৩৫
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১৩৫. হযরত জাবির ইব্ন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ আলিম এবং আবিদকে (কিয়ামতের দিন) উঠান হবে। আবিদকে বলা হবে জান্নাতে প্রবেশ কর, থাম এবং যাদের আপ্যায়নের জন্য পসন্দ কর, তাদের শাফা'আত কর।
(ইমাম বায়হাকী প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
فصل
135 - وَرُوِيَ عَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يبْعَث الْعَالم وَالْعَابِد فَيُقَال للعابد ادخل الْجنَّة وَيُقَال للْعَالم اثْبتْ حَتَّى تشفع بِمَا أَحْسَنت أدبهم
رَوَاهُ الْبَيْهَقِيّ وَغَيره
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩৫ | মুসলিম বাংলা