আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৪৭
অধ্যায়ঃ ইলেম
যানবাহনে ইলম অর্জনের প্রতি অনুপ্রেরণা
১৪৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ যে ব্যক্তি আমার এ মসজিদে কোন পূণ্যকর্মের শিক্ষা গ্রহণের কিংবা শিক্ষাদানের জন্য আসে, সে ব্যক্তি আল্লাহর পথের মুজাহিদের মর্যাদা লাভ করবে। পক্ষান্তরে, যে ব্যক্তি এ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আসে, সে হচ্ছে ঐ ব্যক্তির ন্যায় যে অন্যের ধন-সম্পদের উপর দৃষ্টিপাত করে।
( ইমাম ইব্ন মাজাহ ও বায়হাকী হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর সনদে বর্জনযোগ্য কিছু নেই এবং হাদীসটি দুর্বল বলেও ঐকমত্য নেই।)
( ইমাম ইব্ন মাজাহ ও বায়হাকী হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর সনদে বর্জনযোগ্য কিছু নেই এবং হাদীসটি দুর্বল বলেও ঐকমত্য নেই।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الرحلة فِي طلب الْعلم
147 - وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من جَاءَ
مَسْجِدي هَذَا لم يَأْته إِلَّا لخير يتعلمه أَو يُعلمهُ فَهُوَ بِمَنْزِلَة الْمُجَاهدين فِي سَبِيل الله وَمن جَاءَ بِغَيْر ذَلِك فَهُوَ بِمَنْزِلَة الرجل ينظر إِلَى مَتَاع غَيره
رَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ وَلَيْسَ فِي إِسْنَاده من ترك وَلَا أجمع على ضعفه
مَسْجِدي هَذَا لم يَأْته إِلَّا لخير يتعلمه أَو يُعلمهُ فَهُوَ بِمَنْزِلَة الْمُجَاهدين فِي سَبِيل الله وَمن جَاءَ بِغَيْر ذَلِك فَهُوَ بِمَنْزِلَة الرجل ينظر إِلَى مَتَاع غَيره
رَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ وَلَيْسَ فِي إِسْنَاده من ترك وَلَا أجمع على ضعفه