আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৪৮
অধ্যায়ঃ ইলেম
যানবাহনে ইলম অর্জনের প্রতি অনুপ্রেরণা
১৪৮. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে ব্যক্তি ইলম তলবের উদ্দেশ্যে পাদুকা, মোজা ও পোশাক-পরিচ্ছদ পরিধান করে বের হয়, সে ঘরের আঙিনায় কদম রাখতে না রাখতেই আল্লাহ্ তা'আলা তার যাবতীয় পাপরাশি ক্ষমা করে দেন।
(ইমাম তাবারানী তাঁর 'আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الرحلة فِي طلب الْعلم
148 - وَرُوِيَ عَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا انتعل عبد قطّ وَلَا تخفف وَلَا لبس ثوبا فِي طلب علم إِلَّا غفر الله لَهُ ذنُوبه حَيْثُ يخطو عتبَة دَاره
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান