আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৪৯
অধ্যায়ঃ ইলেম
যানবাহনে ইলম অর্জনের প্রতি অনুপ্রেরণা
১৪৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে বের হয়, সে ঘরে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর পথেই থাকে।
(ইমাম তিরমিযী হাদীসটি রিওয়ায়াত করে বলেন, হাদীসটি হাসান।)
(ইমাম তিরমিযী হাদীসটি রিওয়ায়াত করে বলেন, হাদীসটি হাসান।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الرحلة فِي طلب الْعلم
149 - وَعَن أنس قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من خرج فِي طلب الْعلم فَهُوَ فِي سَبِيل الله حَتَّى يرجع
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن