আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৫১
অধ্যায়ঃ ইলেম
হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৫১. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আমার বাণী সমূহের কিছু শুনে হুবহু অন্যের কাছে পৌছিয়ে দেয়, আল্লাহ তা'আলা তাকে হাস্যোজ্জ্বল করুন। কেননা যাদের কাছে পৌঁছানো হয় তাদের অনেকেই (সরাসরি হাদীসের) শ্রোতা অপেক্ষা অধিক সংরক্ষক হয়ে থাকে।
(আবূ দাউদ, তিরমিযী ও ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে তিনি (ইব্‌ন হিববান نضر الله امْرأ এর স্থলে رحم الله امْرأ বলেছেন যার অর্থ "আল্লাহ্ সে ব্যক্তিকে রহমত করুন!" তিরমিযী বলেন: হাদীসটি হাসান-সহীহ।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
151 - عَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول نضر الله امْرأ سمع منا شَيْئا فَبَلغهُ كَمَا سَمعه فَرب مبلغ أوعى من سامع
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ رحم الله امْرأ
وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫১ | মুসলিম বাংলা