আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৯২
অধ্যায়ঃ ইলেম
ইলমের প্রসার ও সৎপথ বাৎলে দেয়ার প্রতি অনুপ্রেরণা
১৯২. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আমি কি তোমাদের সর্বোত্তম দানের বিষয়ে অবহিত করব না? আল্লাহ্ হলেন সর্বশেষ দাতা, অতঃপর আমি বনী আদমের মধ্যে শ্রেষ্ঠতম দাতা। আমার পরে তোমাদের মধ্যে সর্বোত্তম দাতা হল ঐ ব্যক্তি যে ইলম বিতরণ করবে, তার প্রসার ঘটাবে। কিয়ামতের দিন তাকে একটি উন্মতরূপে উঠানো হবে। আর ঐ ব্যক্তিও (শ্রেষ্ঠ দাতা) যে আল্লাহর উদ্দেশ্যে জিহাদ করে এবং শাহাদাত বরণ করা পর্যন্ত সে লড়ে যায়।
( হযরত আবূ ইয়ালা ও ইমাম বায়হাকী হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي نشر الْعلم وَالدّلَالَة على الْخَيْر
192 - وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أخْبركُم عَن الأجود الأجود الله الأجود الأجود وَأَنا أَجود ولد آدم وأجودكم من بعدِي رجل علم علما فنشر علمه يبْعَث يَوْم الْقِيَامَة أمة وَحده وَرجل جاد بِنَفسِهِ لله عز وَجل حَتَّى يقتل
رَوَاهُ أَبُو يعلى وَالْبَيْهَقِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৯২ | মুসলিম বাংলা