আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৯৩
অধ্যায়ঃ ইলেম
ইলমের প্রসার ও সৎপথ বাৎলে দেয়ার প্রতি অনুপ্রেরণা
১৯৩. হযরত আনাস ইবন মালিক (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কোন ব্যক্তি তার রসনাকে হক কথায় পরিচালনা করে, যার উপর তার (মৃত্যুর) পরে আমল করা হয়। সে কিয়ামতের দিন পর্যন্ত তার সওয়াব পেতে থাকবে। অতঃপর আল্লাহ্ তা'আলা তার পুরোপুরি সওয়াব তাকে দান করবেন।
(ইমাম আহমদ সন্দিগ্ধ সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন, তবে উসূল তার সহায়ক।)
(ইমাম আহমদ সন্দিগ্ধ সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন, তবে উসূল তার সহায়ক।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي نشر الْعلم وَالدّلَالَة على الْخَيْر
193 - وَعنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من رجل ينعش لِسَانه حَقًا يعْمل بِهِ بعده إِلَّا
جرى لَهُ أجره إِلَى يَوْم الْقِيَامَة ثمَّ وفاه الله ثَوَابه يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد فِيهِ نظر وَلَكِن الْأُصُول تعضده
جرى لَهُ أجره إِلَى يَوْم الْقِيَامَة ثمَّ وفاه الله ثَوَابه يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد فِيهِ نظر وَلَكِن الْأُصُول تعضده