আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ২০৩
অধ্যায়ঃ ইলেম
ইলম গোপন করার প্রতি ভীতি প্রদর্শন
২০৩. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি এমন কোন ইলুম গোপন করবে যার দ্বারা আল্লাহ্ তা'আলা দীনের ব্যাপারে মানুষকে উপকার করেন, তাকে আল্লাহ্ 'তা'আলা কিয়ামতের দিন আগুনের লাগাম পরাবেন।
(ইমাম ইব্ন মাজাহ হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
[হাফিয (র) বলেনঃ] "যদ্বারা আল্লাহ্ মানুষকে উপকৃত করেন" এ অংশ ব্যতীত এই হাদীসটি সাহাবায়ে কিরামের একটি জামাআত বর্ণনা করেছেন, যাঁদের মধ্যে হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ, হযরত আনাস ইব্‌ন মালিক, আবদুল্লাহ ইব্‌ন আমর, হযরত আবদুল্লাহ ইবন মাসউদ, হযরত আমর ইবন আবাসা ও হযরত আলী ইব্‌ন তালক (রা) প্রমুখ রয়েছেন।
كتاب الْعلم
التَّرْهِيب من كتم الْعلم
203 - وَرُوِيَ عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من كتم علما مِمَّا ينفع الله بِهِ النَّاس فِي أَمر الدّين ألْجمهُ الله يَوْم الْقِيَامَة بلجام من نَار
رَوَاهُ ابْن مَاجَه
قَالَ الْحَافِظ وَقد رُوِيَ هَذَا الحَدِيث دون قَوْله مَا ينفع الله بِهِ عَن جمَاعَة من الصَّحَابَة غير من ذكر مِنْهُم جَابر بن عبد الله وَأنس بن مَالك وَعبد الله بن عَمْرو وَعبد الله بن مَسْعُود وَعَمْرو بن عبسة وَعلي بن طلق وَغَيرهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০৩ | মুসলিম বাংলা