আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ২০৪
অধ্যায়ঃ ইলেম
ইলম গোপন করার প্রতি ভীতি প্রদর্শন
২০৪. হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ও যখন এই উম্মতের শেষ যামানার লোকেরা পূর্ববর্তীদের উপর লা'নত বর্ষণ করবে, সে সময় কেউ একটি হাদীস গোপন করলে সে যেন আল্লাহ্ তা'আলার নাযিলকৃত বিধানকেই গোপন করলো।
(ইমাম ইব্ন মাজাহ মুনকাতি সনদে হাদীসটি বর্ণনা করেছেন। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الْعلم
التَّرْهِيب من كتم الْعلم
204 - وَرُوِيَ عَن جَابر بن عبد الله رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا لعن آخر هَذِه الْأمة أَولهَا فَمن كتم حَدِيثا فقد كتم مَا أنزل الله
رَوَاهُ ابْن مَاجَه وَفِيه انْقِطَاع وَالله أعلم
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০৪ | মুসলিম বাংলা