আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ২০৬
অধ্যায়ঃ ইলেম
ইলম গোপন করার প্রতি ভীতি প্রদর্শন
২০৬. হযরত আলকামা ইব্ন সাঈদ ইব্ন আবদুর রহমান ইব্ন আবযা তাঁর পিতা সূত্রে তিনি তাঁর পিতামহ (রা) থেকে বর্ণনা করেন, এক দিন রাসূলুল্লাহ্ (সা) ভাষণ দিলেন। তাতে তিনি একদল মুসলমানের প্রশংসা করলেন। অতঃপর বললেন, লোকদের কী হল যে, তারা তাদের প্রতিবেশীদের ব্যুৎপত্তি দান করে না, তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেয় না এবং তাদেরকে সদুপদেশ দেয় না, তাদের সৎকাজের আদেশ দেয় না এবং মন্দকাজ থেকে বিরত রাখে না। লোকদের কী হল যে, তারা তাদের প্রতিবেশীদের ইলম দীন শিক্ষা দেয় না, তারা তাদেরকে ফিকহ শিক্ষা দেয় না, তারা তাদের সদুপদেশ দেয় না। আল্লাহর শপথ, অবশ্যই একদল লোক প্রতিবেশীদের ইলমে দীন শিক্ষা দেবে, ফিকহ শিক্ষা দেবে, সদুপদেশ দেবে এবং সৎকাজের আদেশ দেবে এবং মন্দকাজ থেকে বিরত রাখবে। অবশ্যই একদল লোক তাদের প্রতিবেশীদের নিকট থেকে ইলম শিক্ষা করবে, তাদের নিকট থেকে ফিকহ শিখবে এবং তাদের সদুপদেশ নেবে; অন্যথায় (আল্লাহ তা'আলা) অচিরেই তাদের কঠিন শাস্তি দেবেন। অতঃপর তিনি মিম্বর থেকে অবতরণ করলেন এবং তিনি • বললেন, ঐ একদল লোক বলতে কাদেরকে বুঝানো হয়েছে বলে তোমরা ধারণা করছ? তারপর (প্রশ্নের জবাব স্বরূপ নিজেই) বললেন, তারা হল, আশ'আরী গোত্রের ফকীহগণ। তাদের প্রতিবেশীরা হচ্ছে দুরাচারী জলাভূমিবিশিষ্ট গ্রাম্য এলাকার অধিবাসী বেদুঈন। আশ'আরী গোত্রের কাছে যখন এ সংবাদ পৌঁছল, তখন তারা রাসূলুল্লাহ্ (সা) এর কাছে আসলো এবং বলল, ইয়া রাসূলাল্লাহ! আপনি একদল লোকের প্রশংসা করেছেন অথচ আমাদেরকে মন্দ সন্দ বলেছেন, আমাদের কী অপরাধ? তিনি বললেন, একটি দল তাদের প্রতিবেশীদের ইলমে দীন শিক্ষা দেবে, তাদের সদুপদেশ দেবে, তাদের সৎকাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। একটি দল তাদের প্রতিবেশীদের নিকট ইলমে দীন শিখবে, তাদের নিকট থেকে সদুপদেশ নেবে, তাদের নিকট থেকে ফিকহ শিক্ষা করবে নতুবা অবশ্যই আল্লাহ্ দুনিয়াতে তাদের শাস্তি ত্বরান্বিত করবেন। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! এ ব্যাপারে আমরা কি অন্যদেরকে সর্তক করবো? তিনি তাদের কাছে তাঁর কথা পুনরাবৃত্তি করলেন এবং তারাও তাদের কথা পুনরাবৃত্তি করল এবং বললো যে, আমরা কি অন্যদেরকেও এ ব্যাপারে সতর্ক করবো? তিনিও অনুরূপ বললেন, তারা বলল, আমাদেরকে এক বছর অবকাশ দিন। তিনি তাদেরকে ফিকহ, দীন ও সদুপদেশ গ্রহণ করার জন্য এক বছর অবকাশ দিলেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) এই আয়াত তিলাওয়াত করলেনঃ
لعن الَّذين كفرُوا من بني إِسْرَائِيل على لِسَان دَاوُد وَعِيسَى ابْن مَرْيَم
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে বুকায়র ইবন্ মারুফ থেকে এবং তিনি আলকামা থেকে হাদীসটি বর্ণনা করেন।)
لعن الَّذين كفرُوا من بني إِسْرَائِيل على لِسَان دَاوُد وَعِيسَى ابْن مَرْيَم
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে বুকায়র ইবন্ মারুফ থেকে এবং তিনি আলকামা থেকে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من كتم الْعلم
206 - وَعَن عَلْقَمَة بن سعيد بن عبد الرَّحْمَن بن أَبْزَى عَن أَبِيه عَن جده قَالَ خطب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات يَوْم فَأثْنى على طوائف من الْمُسلمين خيرا ثمَّ قَالَ مَا بَال أَقوام لَا يفقهُونَ جيرانهم وَلَا يعلمونهم وَلَا يعظونهم وَلَا يأمرونهم وَلَا ينهونهم وَمَا بَال أَقوام لَا يتعلمون من جيرانهم وَلَا يتفقهون وَلَا يتعظون
وَالله ليعلمن قوم جيرانهم ويفقهونهم ويعظونهم ويأمرونهم وينهونهم وليتعلمن قوم من جيرانهم ويتفقهون ويتعظون أَو لأعاجلنهم الْعقُوبَة ثمَّ نزل فَقَالَ قوم من تَرَوْنَهُ عَنى بهؤلاء قَالَ الْأَشْعَرِيين هم قوم فُقَهَاء وَلَهُم جيران جُفَاة من أهل الْمِيَاه والأعراب فَبلغ ذَلِك الْأَشْعَرِيين فَأتوا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالُوا يَا رَسُول الله ذكرت قوما بِخَير وذكرتنا بشر فَمَا بالنا فَقَالَ ليعلمن قوم جيرانهم وليعظنهم وليأمرنهم ولينهونهم وليتعلمن قوم من جيرانهم ويتعظون ويتفقهون أَو لأعاجلنهم الْعقُوبَة فِي الدُّنْيَا فَقَالُوا يَا رَسُول الله أنفطن
غَيرنَا فَأَعَادَ قَوْله عَلَيْهِم فَأَعَادُوا قَوْلهم أنفطن غَيرنَا فَقَالَ ذَلِك أَيْضا فَقَالُوا أمهلنا سنة فأمهلهم سنة ليفقهوهم ويعلموهم ويعظوهم ثمَّ قَرَأَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَذِه الْآيَة {لعن الَّذين كفرُوا من بني إِسْرَائِيل على لِسَان دَاوُد وَعِيسَى ابْن مَرْيَم} الْمَائِدَة 87 الْآيَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير عَن بكير بن مَعْرُوف عَن عَلْقَمَة
وَالله ليعلمن قوم جيرانهم ويفقهونهم ويعظونهم ويأمرونهم وينهونهم وليتعلمن قوم من جيرانهم ويتفقهون ويتعظون أَو لأعاجلنهم الْعقُوبَة ثمَّ نزل فَقَالَ قوم من تَرَوْنَهُ عَنى بهؤلاء قَالَ الْأَشْعَرِيين هم قوم فُقَهَاء وَلَهُم جيران جُفَاة من أهل الْمِيَاه والأعراب فَبلغ ذَلِك الْأَشْعَرِيين فَأتوا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالُوا يَا رَسُول الله ذكرت قوما بِخَير وذكرتنا بشر فَمَا بالنا فَقَالَ ليعلمن قوم جيرانهم وليعظنهم وليأمرنهم ولينهونهم وليتعلمن قوم من جيرانهم ويتعظون ويتفقهون أَو لأعاجلنهم الْعقُوبَة فِي الدُّنْيَا فَقَالُوا يَا رَسُول الله أنفطن
غَيرنَا فَأَعَادَ قَوْله عَلَيْهِم فَأَعَادُوا قَوْلهم أنفطن غَيرنَا فَقَالَ ذَلِك أَيْضا فَقَالُوا أمهلنا سنة فأمهلهم سنة ليفقهوهم ويعلموهم ويعظوهم ثمَّ قَرَأَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَذِه الْآيَة {لعن الَّذين كفرُوا من بني إِسْرَائِيل على لِسَان دَاوُد وَعِيسَى ابْن مَرْيَم} الْمَائِدَة 87 الْآيَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير عَن بكير بن مَعْرُوف عَن عَلْقَمَة