আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ২০৭
অধ্যায়ঃ ইলেম
ইলম গোপন করার প্রতি ভীতি প্রদর্শন
২০৭. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: ইলম-এর ব্যাপারে তোমরা পরস্পরে আন্তরিক হবে, কেননা তোমাদের কারো সম্পদের খিয়ানতের চাইতে ইলমের খিয়ানত হচ্ছে জঘন্যতর। আর তোমরা এ বিষয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর রাবীগণ বিশ্বস্ত। তবে আবু সাঈদ বাক্কাল ব্যতীত, তাঁর নাম সাঈদ ইব্ন মারযুবান। তাঁর ব্যাপারে অনেকে সমালোচনা রয়েছে যা পরে আসছে।)
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর রাবীগণ বিশ্বস্ত। তবে আবু সাঈদ বাক্কাল ব্যতীত, তাঁর নাম সাঈদ ইব্ন মারযুবান। তাঁর ব্যাপারে অনেকে সমালোচনা রয়েছে যা পরে আসছে।)
كتاب الْعلم
التَّرْهِيب من كتم الْعلم
207 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تناصحوا فِي الْعلم فَإِن خِيَانَة أحدكُم فِي علمه أَشد من خيانته فِي مَاله وَإِن الله مسائلكم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير أَيْضا وَرُوَاته ثِقَات إِلَّا أَبَا سعيد الْبَقَّال واسْمه سعيد بن الْمَرْزُبَان فِيهِ خلاف يَأْتِي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير أَيْضا وَرُوَاته ثِقَات إِلَّا أَبَا سعيد الْبَقَّال واسْمه سعيد بن الْمَرْزُبَان فِيهِ خلاف يَأْتِي