আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ২০৮
অধ্যায়ঃ ইলেম
ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২০৮. হযরত যায়দ ইব্ন আরকাম (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) (দু'আচ্ছলে) বলতেনঃ হে আল্লাহ্। আমি তোমার কাছে পানাহ চাই সেই ইলম থেকে, যা কোন উপকারে আসে না, সেই অন্তর থেকে, যা ভীত হয় না, সেই প্রবৃত্তি থেকে, যা পরিতৃপ্ত হয় না এবং সেই দু'আ থেকে, যা কবুল হয় না।
(ইমাম মুসলিম, তিরমিযী ও নাসাঈ হাদীসটি রিওয়ায়াত করেছেন। এটি একটি হাদীসের অংশবিশেষ।)
(ইমাম মুসলিম, তিরমিযী ও নাসাঈ হাদীসটি রিওয়ায়াত করেছেন। এটি একটি হাদীসের অংশবিশেষ।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
208 - عَن زيد بن أَرقم رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يَقُول اللَّهُمَّ إِنِّي أعوذ بك من علم لَا ينفع وَمن قلب لَا يخشع وَمن نفس لَا تشبع وَمن دَعْوَة لَا يُسْتَجَاب لَهَا
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَهُوَ قِطْعَة من حَدِيث
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَهُوَ قِطْعَة من حَدِيث