আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ২৩০
অধ্যায়ঃ ইলেম
ইলম এবং কুরআনের বিশেষজ্ঞ হওয়ার দাবিদারের প্রতি ভীতি প্রদর্শন
২৩০. হযরত উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলল্লাহ (সা) বলেছেনঃ ইসলাম (পৃথিবীর আনাচে কানাচে) ছড়িয়ে পড়বে। এমনকি বণিক দল সমুদ্রের বিভিন্ন পথে গমনাগমন করবে এবং যুদ্ধের জন্য শত্রুর সন্ধানে ছড়িয়ে পড়বে। অতঃপর এমন এক সম্প্রদায়ের আবির্ভাব হবে যারা কুরআন তিলাওয়াত করবে এবং তারা দাবি করবে যে, আমাদের চাইতে উত্তম তিলাওয়াতকারী কে আছে? আমাদের চাইতে অধিকতর জ্ঞানী কে আছে? আমাদের চাইতে বেশি ফিক্‌হবিদ কে আছে? অতঃপর তিনি তাঁর সাহাবাদের বললেন: ঐ লোকদের মধ্যে কোন কল্যাণ আছে কি? তাঁরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূল (এ বিষয়ে) সর্বাধিক জ্ঞাত। তিনি বললেন, তারা তোমাদের মধ্যকার আমার উম্মতেরই একটি দল, তারা হবে জাহান্নামের ইন্ধন।
(ইমাম তাবারানী তাঁর 'আওসাত' গ্রন্থে ও বাযযার ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণনা করেন। আবূ ই'য়ালা, রাযযার এবং তাবরানী হযরত আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিব (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من الدَّعْوَى فِي الْعلم وَالْقُرْآن
230 - وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يظْهر الْإِسْلَام حَتَّى تخْتَلف التُّجَّار فِي الْبَحْر وَحَتَّى تخوض الْخَيل فِي سَبِيل الله ثمَّ يظْهر قوم يقرؤون الْقُرْآن يَقُولُونَ من أَقرَأ منا من أعلم منا من أفقه منا ثمَّ قَالَ لاصحابه هَل فِي أُولَئِكَ من خير وَقَالُوا الله وَرَسُوله أعلم
قَالَ أُولَئِكَ مِنْكُم من هَذِه الْأمة وَأُولَئِكَ هم وقود النَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْبَزَّار بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَرَوَاهُ أَبُو يعلى وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ أَيْضا من حَدِيث الْعَبَّاس بن عبد الْمطلب
tahqiqতাহকীক:তাহকীক চলমান