আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ২৩১
অধ্যায়ঃ ইলেম
ইলম এবং কুরআনের বিশেষজ্ঞ হওয়ার দাবিদারের প্রতি ভীতি প্রদর্শন
২৩১. হযরত আবদুল্লাহ ইব্ন আব্বাস (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, এক রাতে তিনি মক্কাতে (সাহাবীদের উদ্দেশ্যে) ভাষণ দিতে দাঁড়ালেন। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ্! আমি কি (দ্বীনের দাওয়াত) পৌছাইনি (তিনি এই বাক্যটি তিনবার বললেন)। অতঃপর উমর ইবনুল খাত্তাব (রা) দাঁড়ালেন। তিনি ছিলেন অত্যন্ত আল্লাহগতপ্রাণ ব্যক্তি। তিনি বললেন, হে আল্লাহ্। নিশ্চয়ই (হে রাসূল) আপনি অনুপ্রাণিত করেছেন, আপনি প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন এবং আপনি সদুপদেশ দিয়েছেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) বললেন, ঈমান (ব্যাপকভাবে) প্রসার লাভ করবে, ফলে কুফর স্বস্থানে চলে যাবে। মুবাল্লিগগণ সমুদ্র পথে ইসলাম নিয়ে ছড়িয়ে পড়বে। লোকদের কাছে এমন একটি যুগ আসবে যে, তারা কুরআন শিক্ষা করবে এবং কুরআন তিলাওয়াত করবে। অতঃপর তারা বলবে, আমরা তিলাওয়াত করেছি ও শিখেছি। আমাদের চেয়ে উত্তম আর কে আছে? তাদের মধ্যে কি কোন কল্যাণ আছে? তাঁরা বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! তারা কারা? তিনি বললেন, তারা তোমাদের মধ্য হতেই। তারা হবে জাহান্নামের ইন্ধন।
(ইমাম তাবারানী তাঁর কাবীর' গ্রন্থে হাসান সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
(ইমাম তাবারানী তাঁর কাবীর' গ্রন্থে হাসান সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من الدَّعْوَى فِي الْعلم وَالْقُرْآن
231 - وَعَن عبد الله بن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَامَ لَيْلَة بِمَكَّة من اللَّيْل فَقَالَ اللَّهُمَّ هَل بلغت ثَلَاث مَرَّات فَقَامَ عمر بن الْخطاب وَكَانَ أواها فَقَالَ اللَّهُمَّ نعم وحرضت وجهدت وَنَصَحْت فَقَالَ لَيظْهرَن الْإِيمَان حَتَّى يرد الْكفْر إِلَى
مواطنه ولتخاضن الْبحار بالإس وليأتين على النَّاس زمَان يتعلمون فِيهِ الْقُرْآن يتعلمونه ويقرؤونه ثمَّ يَقُولُونَ قد قَرَأنَا وَعلمنَا فَمن ذَا الَّذِي هُوَ خير منا فَهَل فِي أُولَئِكَ من خير قَالُوا يَا رَسُول الله من أُولَئِكَ قَالَ أُولَئِكَ مِنْكُم وَأُولَئِكَ هم وقود النَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَإِسْنَاده حسن إِن شَاءَ الله تَعَالَى
مواطنه ولتخاضن الْبحار بالإس وليأتين على النَّاس زمَان يتعلمون فِيهِ الْقُرْآن يتعلمونه ويقرؤونه ثمَّ يَقُولُونَ قد قَرَأنَا وَعلمنَا فَمن ذَا الَّذِي هُوَ خير منا فَهَل فِي أُولَئِكَ من خير قَالُوا يَا رَسُول الله من أُولَئِكَ قَالَ أُولَئِكَ مِنْكُم وَأُولَئِكَ هم وقود النَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَإِسْنَاده حسن إِن شَاءَ الله تَعَالَى