আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৫৩
অধ্যায়ঃ নামাজ
মসজিদ ও কিবলার দিকে থু থু ফেলা এবং হারানো বস্তুর ঘোষণার প্রতি ভীতি প্রদর্শন
৪৫৩. হযরত আবু সাঈদ খুদরী (রা)-এর ক্রীতদাস থেকে বর্ণিত। তিনি বলেন, আবু সাঈদ খুদরী (রা) যখন রাসুলুল্লাহ (সা) এর সংগে ছিলেন, তখন আমিও তাঁর সাথে ছিলাম। আমরা মসজিদে প্রবেশ করে এক ব্যক্তিকে মসজিদে ইহতিবা (নিতম্বের উপর তর করে দুই হাত জড়ো করে বসাকে ইহতিবা বলে) অবস্থায় আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে বসা দেখলাম। রাসূলুল্লাহ (সা) তার দিকে ইশারা করলেন, কিন্তু লোকটি রাসূলুল্লাহ-এর ইশারার অর্থ বুঝতে পারলো না। এরপর তিনি আবু সাঈদ (রা)-এর দিকে তাকালেন। এরপর তিনি বললেন: তোমাদের কেউ যেন মসজিদে 'তাশবীক' (দুই হাতের আঙ্গুলসমূহকে পরস্পরের ফাঁকে প্রবেশ করিয়ে জড় করাকে তাশবীক বলে) না করে। কেননা তাশবীক শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। তোমাদের কেউ যখন মসজিদে থাকে, তখন সে সালাতেই থাকে, যতক্ষণ না সে বেরিয়ে যায়।
(আহমদ হাসান সনদে এই হাদীসখানা বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من البصاق فِي الْمَسْجِد وَإِلَى الْقبْلَة وَمن إنشاد الضَّالة فِيهِ وَغير ذَلِك مِمَّا يذكر هُنَا
453 - وَعَن مولى لابي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ بَينا أَنا مَعَ أبي سعيد وَهُوَ مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذْ دَخَلنَا الْمَسْجِد فَإِذا رجل جَالس فِي وسط الْمَسْجِد مُحْتَبِيًا مشبكا أَصَابِعه بَعْضهَا فِي بعض فَأَشَارَ إِلَيْهِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَلم يفْطن الرجل لإشارة رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَالْتَفت إِلَى أبي سعيد فَقَالَ إِذا كَانَ أحدكُم فِي الْمَسْجِد فَلَا يشبكن فَإِن التشبيك من الشَّيْطَان وَإِن أحدكُم لَا يزَال فِي صَلَاة مَا كَانَ فِي الْمَسْجِد حَتَّى يخرج مِنْهُ
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৫৩ | মুসলিম বাংলা