আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪৫৪
অধ্যায়ঃ নামাজ
মসজিদ ও কিবলার দিকে থু থু ফেলা এবং হারানো বস্তুর ঘোষণার প্রতি ভীতি প্রদর্শন
৪৫৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন: তোমাদের কেউ যখন বাড়ি থেকে উযু করে মসজিদে আসে, সে বাড়ি না ফেরা পর্যন্ত সালাতের মধ্যেই থাকে। কাজেই সে যেন এরূপ হাত না রাখে। এরপর তিনি তাঁর আঙ্গুলসমূহ পরস্পরের মধ্যে প্রবিষ্ট করে দেখালেন।
(ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এ হাদীসখানা বর্ণনা করেছেন এবং হাকিমও তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বুখারী ও মুসলিমের শর্ত মুতাবিক হাদীসখানা সহীহ। তবে এর সূত্রে মতবিরোধ রয়েছে।)
(ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এ হাদীসখানা বর্ণনা করেছেন এবং হাকিমও তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বুখারী ও মুসলিমের শর্ত মুতাবিক হাদীসখানা সহীহ। তবে এর সূত্রে মতবিরোধ রয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من البصاق فِي الْمَسْجِد وَإِلَى الْقبْلَة وَمن إنشاد الضَّالة فِيهِ وَغير ذَلِك مِمَّا يذكر هُنَا
454 - وَعَن أبي هُرَيْرَة خَ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا تَوَضَّأ أحدكُم فِي بَيته ثمَّ أَتَى الْمَسْجِد كَانَ فِي الصَّلَاة حَتَّى يرجع فَلَا يقل هَكَذَا وَشَبك بَين أَصَابِعه
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَفِيمَا قَالَه نظر
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَفِيمَا قَالَه نظر