আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৫৭
অধ্যায়ঃ নামাজ
মসজিদ ও কিবলার দিকে থু থু ফেলা এবং হারানো বস্তুর ঘোষণার প্রতি ভীতি প্রদর্শন
৪৫৭. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: কতিপয় কাজ মসজিদে করা উচিত নয়। যেমন মসজিদকে চলাচলের পথ বানানো, অস্ত্রের প্রদর্শনী করা, বর্শা দ্বারা শিকার করা, কামান বহন করা, কাঁচা গোশত নিয়ে যাওয়া, শরঈ শাস্তি বিধান করা এবং মসজিদে বেচাকেনা করা।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর থেকে তাবারানীর 'কাবীর' গ্রন্থে বর্ণিত আছে যে, "যিকির ব্যতীত মসজিদকে রাস্তা বানিও না অথবা সালাত ব্যতীত।" তাবারানীর সনদ ত্রুটিমুক্ত।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من البصاق فِي الْمَسْجِد وَإِلَى الْقبْلَة وَمن إنشاد الضَّالة فِيهِ وَغير ذَلِك مِمَّا يذكر هُنَا
457 - وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ خِصَال لَا ينبغين فِي الْمَسْجِد لَا يتَّخذ طَرِيقا وَلَا يشهر فِيهِ سلَاح وَلَا ينبض فِيهِ بقوس وَلَا ينثر فِيهِ نبل وَلَا يمر فِيهِ بِلَحْم نيء وَلَا يضْرب فِيهِ حد وَلَا يقْتَصّ فِيهِ من أحد وَلَا يتَّخذ سوقا
رَوَاهُ ابْن مَاجَه وروى مِنْهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَلَا تَتَّخِذُوا الْمَسَاجِد طرقا إِلَّا لذكر أَو صَلَاة
وَإسْنَاد الطَّبَرَانِيّ لَا بَأْس بِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৫৭ | মুসলিম বাংলা