আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৫৬
অধ্যায়ঃ নামাজ
মসজিদ ও কিবলার দিকে থু থু ফেলা এবং হারানো বস্তুর ঘোষণার প্রতি ভীতি প্রদর্শন
৪৫৬. অন্য এক সনদে আহমদ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মসজিদে আঙ্গুলসমূহ তাশবীক করা অবস্থায় ছিলাম, ইতোমধ্যে রাসুলুল্লাহ (সা) আমার নিকট প্রবেশ করলেন। তিনি আমাকে বললেনঃ হে কা'ব। তুমি মসজিদে থাকাকালে তোমার আঙ্গুলসমূহ পরস্পরের মধ্যে প্রবিষ্ট করে রেখো না। কেননা যতক্ষণ পর্যন্ত তুমি সালাতের অপেক্ষা করছ, ততক্ষণ তুমি সালাতেই রয়েছে।
(ইবন হিব্বান তাঁর ' সহীহ' গ্রন্থে অনুরূপ অর্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من البصاق فِي الْمَسْجِد وَإِلَى الْقبْلَة وَمن إنشاد الضَّالة فِيهِ وَغير ذَلِك مِمَّا يذكر هُنَا
456 - وَفِي رِوَايَة لِأَحْمَد رَضِي الله عَنهُ قَالَ دخل عَليّ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي الْمَسْجِد وَقد شبكت بَين أَصَابِع فَقَالَ لي يَا كَعْب إِذا كنت فِي الْمَسْجِد فَلَا تشبكن بَين أصابعك فَأَنت فِي صَلَاة مَا انتظرت الصَّلَاة
وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه بِنَحْوِ هَذِه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৫৬ | মুসলিম বাংলা