আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪৬৬
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৬৬. হযরত সাঈদ ইবন মুসায়্যাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক আনসার মুমূর্ষু অবস্থায় বললেন: আমি তোমাদের নিকট সওয়াবের আশায় একটি হাদীস বর্ণনা করব, যা অন্য কারো কাছে বর্ণনা করি নি। আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ তোমাদের কেউ যখন উযূ করে এবং উত্তমরূপে উযূ করে সালাতের জন্য ডান পা ফেলে, তখন আল্লাহ তা'আলা তার জন্য একটি নেকী লিখে দেন। আবার যখন বাম পা ফেলে, তখন আল্লাহ তা'আলা তার একটি পাপ মোচন করেন। চাই (মসজিদ থেকে) তোমাদের কেউ হোক নিকটের কিংবা দূরের (বাসিন্দা)। এরপর সে মসজিদে এসে জামাআতের সাথে সালাত আদায় করলে তার গুনাহ ক্ষমা করা হয়। সে যদি মসজিদে এসে তাদের (মুসল্লী) এমন অবস্থায় পায় যে, তারা সালাতের কিছু অংশ আদায় করে নিয়েছে এবং কিছু অবশিষ্ট রয়েছে, এমতাবস্থায় সে তাদের সাথে সালাত আদায় করবে এবং অবশিষ্ট সালাতও পুরা করে নেবে। আর যদি সে মসজিদে এসে দেখে যে, তারা সালাত আদায় করে ফেলেছে, তবুও তাকে অনুরূপ সওয়াব দেওয়া হবে।
(হাদীসটি আবূ দাউদ বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবূ দাউদ বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
466 - وَعَن سعيد بن الْمسيب رَضِي الله عَنهُ قَالَ حضر رجلا من الْأَنْصَار الْمَوْت فَقَالَ إِنِّي محدثكم حَدِيثا مَا أحدثكموه إِلَّا احتسابا إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِذا تَوَضَّأ أحدكُم فَأحْسن الْوضُوء ثمَّ خرج إِلَى الصَّلَاة لم يرفع قدمه الْيُمْنَى إِلَّا كتب الله عز وَجل لَهُ حَسَنَة وَلم يضع قدمه الْيُسْرَى إِلَّا حط الله عز وَجل عَنهُ سَيِّئَة فليقرب أحدكُم أَو ليبعد فَإِن أَتَى الْمَسْجِد فصلى فِي جمَاعَة غفر لَهُ فَإِن أَتَى الْمَسْجِد وَقد صلوا بَعْضًا وَبَقِي بعض صلى مَا أدْرك وَأتم مَا بَقِي كَانَ كَذَلِك فَإِن أَتَى الْمَسْجِد وَقد صلوا فَأَتمَّ الصَّلَاة كَانَ كَذَلِك
رَوَاهُ أَبُو دَاوُد
رَوَاهُ أَبُو دَاوُد