আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪৬৭
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৬৭. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: এক রাতে আমার রবের পক্ষ থেকে আগন্তুক আমার কাছে এলো। সে একটি ঘটনা প্রসংগে আলোচনা করল। সে আমাকে বলল: হে মুহাম্মাদ। আপনি কি জানেন উর্ধ্ব জগতে কি নিয়ে বাদানুবাদ হচ্ছে? আমি বললামঃ হ্যাঁ, মর্যাদা বৃদ্ধি করা এবং পাপরাশি ক্ষমা করা, জামা'আতে সালাত আদায়ের জন্য পদচারণা, প্রচণ্ড শীতের সময় পূর্ণভাবে উযূ করা, এক সালাত আদায় করে অন্য সালাতের প্রতীক্ষায় থাকা- এগুলো যে সংরক্ষণ করবে, সে স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে এবং ঈমানের সাথে তার মৃত্যু হবে এবং সে গুনাহ থেকে এমনভাবে মুক্ত হবে, যেন তার মা তাকে সদ্য প্রসব করেছে। হাদীসের শেষ পর্যন্ত।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসখানা হাসান-গরীব। ইনশা আল্লাহ শীঘ্রই পূর্ণ হাদীসটি আসবে।)
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসখানা হাসান-গরীব। ইনশা আল্লাহ শীঘ্রই পূর্ণ হাদীসটি আসবে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
467 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَتَانِي اللَّيْلَة آتٍ من رَبِّي فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ قَالَ لي يَا مُحَمَّد أَتَدْرِي فيمَ يخْتَصم الْمَلأ الْأَعْلَى قلت نعم فِي الدَّرَجَات وَالْكَفَّارَات وَنقل الْأَقْدَام إِلَى الْجَمَاعَة وإسباغ الْوضُوء فِي السبرات وانتظار الصَّلَاة بعد الصَّلَاة وَمن حَافظ عَلَيْهِنَّ عَاشَ بِخَير وَمَات بِخَير وَكَانَ من ذنُوبه كَيَوْم وَلدته أمه
الحَدِيث رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَيَأْتِي بِتَمَامِهِ إِن شَاءَ الله تَعَالَى
الحَدِيث رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَيَأْتِي بِتَمَامِهِ إِن شَاءَ الله تَعَالَى