আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫০৩
অধ্যায়ঃ নামাজ
মসজিদে নিয়মিত গমনের গুরুত্ব এবং মসজিদে বসার প্রতি অনুপ্রেরণা
৫০৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন: যারা সর্বদা মসজিদে গমনাগমন করে, তারা পেরেক স্বরূপ। ফিরিশতাকুল হলেন তাদের সভাসদ। যদি তারা অনুপস্থিত থাকে, তাহলে তারাও চলে যায়, তারা রোগাক্রান্ত হলে সেবা করে, তারা কাজে নিয়োজিত হলে, তাদের কাজে সহযোগিতা করে। এরপর তিনি বলেন: মসজিদে উপবেশনকারীর তিনটি বৈশিষ্ট্য রয়েছে। তা হলঃ সে হবে হিতাকাঙ্ক্ষী বন্ধু অথবা সেখানে (পাওয়া যাবে) বিজ্ঞানময় বাক্যালাপ, অথবা তা আল্লাহর রহমতের মধ্যে ডুবন্ত।
(ইমাম আহমদ (র) ইবন লাহীয়া থেকে হাদীসটি বর্ণনা করেন। হাকিম (র) আবদুল্লাহ ইবন সালাম থেকে جليس الْمَسْجِد বাদে হাদীসখানা বর্ণনা করেন। তিনি বলেন, এটি আমার নীতি বহির্ভূত। তিনি বলেন, হাদীসখানা বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي لُزُوم الْمَسَاجِد وَالْجُلُوس فِيهَا
503 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن للمساجد أوتادا الْمَلَائِكَة جلساؤهم إِن غَابُوا يفتقدوهم وَإِن مرضوا عادوهم وَإِن كَانُوا فِي حَاجَة أَعَانُوهُم ثمَّ قَالَ جليس الْمَسْجِد على ثَلَاث خِصَال أَخ مُسْتَفَاد أَو كلمة حِكْمَة أَو رَحْمَة منتظرة
رَوَاهُ أَحْمد من رِوَايَة ابْن لَهِيعَة وَرَوَاهُ الْحَاكِم من حَدِيث عبد الله بن سَلام دون قَوْله جليس الْمَسْجِد إِلَى آخِره فَإِنَّهُ لَيْسَ فِي أُصَلِّي وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫০৩ | মুসলিম বাংলা