আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫০৪
অধ্যায়ঃ নামাজ
মসজিদে নিয়মিত গমনের গুরুত্ব এবং মসজিদে বসার প্রতি অনুপ্রেরণা
৫০৪. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা) কে বলতে শুনেছি: প্রত্যেক মুত্তাকীর আবাস হল মসজিদ। যে মানসিক প্রশান্তি, আল্লাহর দয়া এবং পুলসিরাতের উপর দিয়ে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে পার হওয়ার জন্য মসজিদে অবস্থান করে, আল্লাহ তার দায়িত্বভার গ্রহণ করেন।
(তাবারানীর 'কাবীর' ও 'আওসাত' গ্রন্থ ও বাযযার হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেনঃ এর সনদটি হাসান। এবং তিনি (র) যেমনটি বলেন, এ অধ্যায়ে যেসব প্রাসঙ্গিকহাদীস বর্ণিত হয়নি, ইনশা আল্লাহ তা انْتِظَار الصَّلَاة অধ্যায়ে আসবে।)
(তাবারানীর 'কাবীর' ও 'আওসাত' গ্রন্থ ও বাযযার হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেনঃ এর সনদটি হাসান। এবং তিনি (র) যেমনটি বলেন, এ অধ্যায়ে যেসব প্রাসঙ্গিকহাদীস বর্ণিত হয়নি, ইনশা আল্লাহ তা انْتِظَار الصَّلَاة অধ্যায়ে আসবে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي لُزُوم الْمَسَاجِد وَالْجُلُوس فِيهَا
504 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الْمَسْجِد بَيت كل تَقِيّ وتكفل الله لمن كَانَ الْمَسْجِد بَيته بِالروحِ وَالرَّحْمَة وَالْجَوَاز على الصِّرَاط إِلَى رضوَان الله إِلَى الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَالْبَزَّار وَقَالَ إِسْنَاده حسن وَهُوَ كَمَا قَالَ رَحمَه الله تَعَالَى وَفِي الْبَاب أَحَادِيث غير مَا ذكرنَا تَأتي فِي انْتِظَار الصَّلَاة إِن شَاءَ الله تَعَالَى
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَالْبَزَّار وَقَالَ إِسْنَاده حسن وَهُوَ كَمَا قَالَ رَحمَه الله تَعَالَى وَفِي الْبَاب أَحَادِيث غير مَا ذكرنَا تَأتي فِي انْتِظَار الصَّلَاة إِن شَاءَ الله تَعَالَى
বর্ণনাকারী: