আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৩৭
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৩৭. হযরত আতা খুরাসানী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, নূবায়শা হুযালী রাসূলুল্লাহ (সা) থেকে হাদীস বর্ণনা করেছেন। মুসলিম ব্যক্তি যখন জুমু'আর দিন গোসল করে মসজিদে আসে এবং কাউকে কষ্ট দেয় না (অর্থাৎ কারো ঘাড় ডিঙ্গিয়ে সামনের কাতারে যায় না) এবং ইমামকে না পাওয়া পর্যন্ত সালাত আদায় করে এবং ইমাম যখন (খুতবাদানের জন্য) বেরিয়ে আসেন, তখন সে বসে নীরবে মনোযোগ সহকারে খুতবা শোনে, যতক্ষণ ইমামের জুমু'আর সালাত ও খুতবা শেষ না হয়। যদি সে জুমু'আয় তার সমস্ত পাপরাশি ক্ষমা করা না হয়, তাহলে পরবর্তী জুমু'আ হয় তার গুনাহের জন্য কাফ্ফারা স্বরূপ।
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার জানামতে আতা নূবায়শা (রা) থেকে এ হাদীস শোনেন নি।)
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1037 - وَعَن عَطاء الْخُرَاسَانِي رَضِي الله عَنهُ قَالَ كَانَ نُبَيْشَة الْهُذلِيّ رَضِي الله عَنهُ يحدث عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الْمُسلم إِذا اغْتسل يَوْم الْجُمُعَة ثمَّ أقبل إِلَى الْمَسْجِد لَا يُؤْذِي أحدا فَإِن لم يجد الإِمَام خرج صلى مَا بدا لَهُ وَإِن وجد الإِمَام قد خرج جلس فاستمع وأنصت حَتَّى يقْضِي الإِمَام جمعته وَكَلَامه إِن لم يغْفر لَهُ فِي جمعته تِلْكَ ذنُوبه كلهَا أَن يكون كَفَّارَة الْجُمُعَة الَّتِي تَلِيهَا

رَوَاهُ أَحْمد وَعَطَاء لم يسمع من نُبَيْشَة فِيمَا أعلم

হাদীসের ব্যাখ্যা:

জুমু'আর মসজিদে গিয়ে কোনও গল্পগুজব করা যাবে না এবং বেহুদা কাজ থেকেও বেঁচে থাকতে হবে। ইমাম সাহেব যখন খুতবা দেন, তখন গভীর মনোযোগের সাথে তার খুতবা শুনতে হবে। বোঝা গেল এ সময় কোনও নামাযও পড়া যাবে না।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. এ হাদীছ দ্বারা উত্তমরূপে ওযূ করে মসজিদে আসা ও মনোযোগের সাথে খুতবা শোনার ফযীলত জানা গেল।

খ. এর দ্বারা বান্দার প্রতি আল্লাহ তা'আলার অসীম দয়ারও পরিচয় পাওয়া গেল যে, কত ছলেই না তিনি বান্দার গুনাহ মাফ করে থাকেন।

গ. আরও জানা গেল মসজিদে অবস্থানকালে, বিশেষত খুতবা চলাকালে কোনও বেহুদা কাজ করা উচিত নয়; বরং সর্বোচ্চ সতর্কতার সাথে আদব রক্ষায় যত্নবান থাকা চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান