আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৪৭
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৪৭. হযরত আবু মূসা আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ দিনসমূহকে তার স্ব স্ব অবস্থায় হাশর করা হবে, জুমু'আ আদায়কারীর মর্যাদায় জুমু'আকে দীপ্ত-উজ্জ্বল করে হাশর করা হবে। জুমু'আ আদায়কারীগণ নব বরের বেষ্টনীর ন্যায় জুমু'আকে বেষ্টনী দেবে এবং তাকে তার প্রকোষ্ঠের দিকে নিয়ে যাওয়া হবে। তারা তার আলোতে চলবে, তাদের শরীরের রং সাদা বরফতুল্য হবে এবং তাদের সুঘ্রাণ মিশকের মত হবে। তারা কপুরের পাহাড়ে বিচরণ করবে। তাদের দিকে জিন্ন-ইনসান (অপলক নেত্রে) তাকিয়ে থাকবে এবং তারা চোখের পলকের আগে জান্নাতে প্রবেশ করবে। একমাত্র সওয়াব প্রত্যাশী মুআযিনগণ ব্যতীত অন্য কেউ তাদের সাথে মিশতে পারবে না।
(হাদীসটি তাবরানী ও ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে বর্ণিত। তিনি বলেনঃ যদি হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণিত হয়ে থাকে (তাহলে তা গ্রহণযোগ্য)। কেননা মূল সনদে কিছু সমালোচনা রয়েছে।)
[হাফিয (র) বলেন:] হাদীসটির সনদ হাসান, তবে এর মূল পাঠ গরীব।
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1047 - وَعَن أبي مُوسَى الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تحْشر الْأَيَّام على هيئتها وتحشر الْجُمُعَة زهراء منيرة أَهلهَا يحفونَ بهَا كالعروس تهدى إِلَى خدرها تضيء لَهُم يَمْشُونَ فِي ضوئها ألوانهم كالثلج بَيَاضًا وريحهم كالمسك يَخُوضُونَ فِي جبال الكافور ينظر إِلَيْهِم الثَّقَلَان لَا يطرقون تَعَجبا حَتَّى يدْخلُونَ الْجنَّة لَا يخالطهم أحد إِلَّا المؤذنون المحتسبون

رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَقَالَ إِن صَحَّ هَذَا الْخَبَر فَإِن فِي النَّفس من هَذَا الْإِسْنَاد شَيْئا
قَالَ الْحَافِظ إِسْنَاده حسن وَفِي مَتنه غرابة
tahqiqতাহকীক:তাহকীক চলমান