আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৪৮
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৪৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যে মুসলিম ব্যক্তি জুমু'আর সালাত পরিত্যাগ করবে না, আল্লাহ তা'আলা তাকে ক্ষমা করে দেবেন।
(তাবারানী 'আওসাত' গ্রন্থে মারফু সনদে হাদীসটি বর্ণনা করেছেন। আমার মনে হয়, এ হাদীসটি হাসান সনদে বর্ণিত।)
(তাবারানী 'আওসাত' গ্রন্থে মারফু সনদে হাদীসটি বর্ণনা করেছেন। আমার মনে হয়, এ হাদীসটি হাসান সনদে বর্ণিত।)
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1048 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ إِن الله تبَارك وَتَعَالَى لَيْسَ بتارك أحدا من الْمُسلمين يَوْم الْجُمُعَة إِلَّا غفر لَهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط مَرْفُوعا فِيمَا أرى بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط مَرْفُوعا فِيمَا أرى بِإِسْنَاد حسن