আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৪৯
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৪৯. হযরত আবু হুরায়রা (রা) ও হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ আল্লাহ তা'আলা আমাদের পূর্ববর্তী উম্মতকে জুমু'আর ব্যাপারে গুমরাহ করেছেন। ইয়াহুদীদের জন্য শনিবার এবং খ্রিস্টানদের জন্য রবিবার (নির্ধারিত হয়)। তারা কিয়ামতের দিন পর্যন্ত (মর্যাদার দিক থেকে) আমাদের পরে। পৃথিবীতে আমাদের আগমন ঘটেছে সবার শেষে এবং কিয়ামতের দিন আমরা হব সবার অগ্রগামী। সকল সৃষ্টির মধ্যে প্রথমে আমাদের ব্যাপারে ফায়সালা করা হবে।
(ইবন মাজাহ ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। উভয় বর্ণনাকারীর বর্ণনা বিশুদ্ধ। তবে বাযযারের বর্ণনায় আছে: আমরা দুনিয়ায় আগমনের দিক থেকে শেষে, তবে কিয়ামতের দিনে (হিসাবের দিক থেকে) প্রথমে। তাদের সকলকে অপরাপর সৃষ্টিলোকের পূর্বে ক্ষমা করা হবে।
(হাদীসটি প্রথম বর্ণনার মত, কেবল হযরত হুযায়ফা (রা) হতে মুসলিমে অনুরূপ শব্দে বর্ণিত আছে।)
(ইবন মাজাহ ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। উভয় বর্ণনাকারীর বর্ণনা বিশুদ্ধ। তবে বাযযারের বর্ণনায় আছে: আমরা দুনিয়ায় আগমনের দিক থেকে শেষে, তবে কিয়ামতের দিনে (হিসাবের দিক থেকে) প্রথমে। তাদের সকলকে অপরাপর সৃষ্টিলোকের পূর্বে ক্ষমা করা হবে।
(হাদীসটি প্রথম বর্ণনার মত, কেবল হযরত হুযায়ফা (রা) হতে মুসলিমে অনুরূপ শব্দে বর্ণিত আছে।)
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1049 - وَعَن أبي هُرَيْرَة وَحُذَيْفَة رَضِي الله عَنْهُمَا قَالَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أضلّ الله تبَارك وَتَعَالَى عَن الْجُمُعَة من كَانَ قبلنَا كَانَ للْيَهُود يَوْم السبت والأحد لِلنَّصَارَى فهم لنا تبع إِلَى يَوْم الْقِيَامَة نَحن الْآخرُونَ من أهل الدُّنْيَا والأولون يَوْم الْقِيَامَة المقضى لَهُم قبل الْخَلَائق
رَوَاهُ ابْن مَاجَه وَالْبَزَّار ورجالهما رجال الصَّحِيح إِلَّا أَن الْبَزَّار قَالَ
نَحن الْآخرُونَ فِي الدُّنْيَا الْأَولونَ يَوْم الْقِيَامَة المغفور لَهُم قبل الْخَلَائق وَهُوَ فِي مُسلم بِنَحْوِ اللَّفْظ الأول من حَدِيث حُذَيْفَة وَحده
رَوَاهُ ابْن مَاجَه وَالْبَزَّار ورجالهما رجال الصَّحِيح إِلَّا أَن الْبَزَّار قَالَ
نَحن الْآخرُونَ فِي الدُّنْيَا الْأَولونَ يَوْم الْقِيَامَة المغفور لَهُم قبل الْخَلَائق وَهُوَ فِي مُسلم بِنَحْوِ اللَّفْظ الأول من حَدِيث حُذَيْفَة وَحده