আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৫৪
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৫৪. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে নবী (সা) এর সূত্রে বর্ণিত। তিনি বলেছেনঃ জুমু'আর দিনের সেই মুহূর্তটি তোমরা আসর থেকে সুর্যাস্ত পর্যন্ত খোঁজ কর, যাতে দু'আ কবুলের আশা করা যায়।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ এ হাদীসটি গরীব। তাবারানী ইবন লাহীয়ার সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি হাদীসের শেষাংশে আরো বলেছেন: এ সময় এক বিঘত পরিমাণ (অর্থাৎ খুব স্বল্প সময়)। তবে তাবারানীর বর্ণনা তিরমিযীর বর্ণনা হতে অধিক বিশুদ্ধ।)
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1054 - وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ التمسوا السَّاعَة الَّتِي ترجى فِي يَوْم الْجُمُعَة بعد صَلَاة الْعَصْر إِلَى غيبوبة الشَّمْس

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب وَرَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة ابْن لَهِيعَة وَزَاد فِي آخِره وَهِي قدر هَذَا يَعْنِي قَبْضَة وَإِسْنَاده أصلح من إِسْنَاد التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১০৫৪ | মুসলিম বাংলা