আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৫৩
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৫৩. হযরত আমর ইবন আওফ মুযানী (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন: জুমু'আয় এমন একটি' মুহূর্ত রয়েছে, তখন যদি কোন বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে তা দান করেন। তারা (সাহাবায়ে কিরাম) বলল: ইয়া রাসূলাল্লাহ! সেটি কোন্ মুহূর্ত? তিনি বললেন: সালাত শুরু করা থেকে শেষ হওয়া পর্যন্ত।
(ইমাম তিরমিযী ও ইবন মাজাহ উভয়ে কাসীর ইবন আবদুল্লাহ ইবন আমর ইবন আওফ..... তদীয় পিতা থেকে, তিনি তাঁর পিতামহ সূত্রে হাদীসটি বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেনঃ এ হাদীসটি হাসান-গরীব।)
[হাফিয মুনযিরী (র) বলেন:] কাসীর ইবন আবদুল্লাহ এক সময়ে দুর্বল ছিলেন। ইমাম তিরমিযী ও অন্যান্যগণ তাঁকে উত্তম বলেছেন। বরং ইমাম তিরমিযী তাঁর কিতাবের الصلح অধ্যায়ে তাঁর থেকে বর্ণিত হাদীসকে সহীহ বলেছেন। এতে তিনি অন্যান্য মুহাদ্দিস কর্তৃক সমালোচিত হন। বরং তাঁর হাদীসকে হাসান বলা হয়। আল্লাহ সর্বজ্ঞ।
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1053 - وَعَن عَمْرو بن عَوْف الْمُزنِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن فِي الْجُمُعَة سَاعَة لَا يسْأَل الله العَبْد فِيهَا شَيْئا إِلَّا آتَاهُ الله إِيَّاه
قَالُوا يَا رَسُول الله أَيَّة سَاعَة هِيَ قَالَ هِيَ حِين تُقَام الصَّلَاة إِلَى الِانْصِرَاف مِنْهَا

رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه كِلَاهُمَا من طَرِيق
كثير بن عبد الله بن عَمْرو بن عَوْف عَن أَبِيه عَن جده وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب
قَالَ الْحَافِظ كثير بن عبد الله واه بِمرَّة وَقد حسن لَهُ التِّرْمِذِيّ هَذَا وَغَيره وَصحح لَهُ حَدِيثا فِي الصُّلْح فانتقد لَهُ الْحفاظ تَصْحِيحه لَهُ بل وتحسينه وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১০৫৩ | মুসলিম বাংলা