আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৬১
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আর দিনে গোসল করার প্রতি অনুপ্রেরণা
১০৬১. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) গোসল করবে, মাথা ধুয়ে নেবে, তারপর সুগন্ধি ব্যবহার করবে এবং উত্তম কাপড় পরে সালাতের উদ্দেশ্যে বের হবে এবং দুইজনের মধ্যে ফাঁকা করে সামনে যাবে না, তারপর ইমামের খুতবা গভীর মনোযোগ সহকারে শুনবে, তার এক জুমু'আ থেকে অপর জুমু'আ পর্যন্ত এবং তারপর আরো তিন দিনের গুনাহ ক্ষমা করা হবে।
(ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এ হাদীস বর্ণনা করেছেন।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] এ হাদীসটি মাকতুহুল (র) এবং তাঁর অনুসারীদের দলীল। তাঁরা এর ব্যাখ্যা করেছেন এরূপঃ "সে ধুয়ে নিল ও গোসল করল।" আল্লাহ সর্বজ্ঞ।
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي الْغسْل يَوْم الْجُمُعَة
1061 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا كَانَ يَوْم الْجُمُعَة فاغتسل الرجل وَغسل رَأسه ثمَّ تطيب من أطيب طيبه وَلبس من صَالح ثِيَابه ثمَّ خرج إِلَى الصَّلَاة وَلم يفرق بَين اثْنَيْنِ ثمَّ اسْتمع الإِمَام غفر لَهُ من الْجُمُعَة إِلَى الْجُمُعَة وَزِيَادَة ثَلَاثَة أَيَّام

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
قَالَ الْحَافِظ وَفِي هَذَا الحَدِيث دَلِيل على مَا ذهب إِلَيْهِ مَكْحُول وَمن تَابعه فِي تَفْسِير قَوْله غسل واغتسل
وَالله أعلم

হাদীসের ব্যাখ্যা:

জুমু'আর মসজিদে গিয়ে কোনও গল্পগুজব করা যাবে না এবং বেহুদা কাজ থেকেও বেঁচে থাকতে হবে। ইমাম সাহেব যখন খুতবা দেন, তখন গভীর মনোযোগের সাথে তার খুতবা শুনতে হবে। বোঝা গেল এ সময় কোনও নামাযও পড়া যাবে না।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. এ হাদীছ দ্বারা উত্তমরূপে ওযূ করে মসজিদে আসা ও মনোযোগের সাথে খুতবা শোনার ফযীলত জানা গেল।

খ. এর দ্বারা বান্দার প্রতি আল্লাহ তা'আলার অসীম দয়ারও পরিচয় পাওয়া গেল যে, কত ছলেই না তিনি বান্দার গুনাহ মাফ করে থাকেন।

গ. আরও জানা গেল মসজিদে অবস্থানকালে, বিশেষত খুতবা চলাকালে কোনও বেহুদা কাজ করা উচিত নয়; বরং সর্বোচ্চ সতর্কতার সাথে আদব রক্ষায় যত্নবান থাকা চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান