আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৬০
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আর দিনে গোসল করার প্রতি অনুপ্রেরণা
১০৬০. হযরত আবদুল্লাহ ইবন আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি জুমু'আর দিন গোসল করছিলাম, এমন সময় আমার পিতা আমার নিকট প্রবেশ করলেন। তিনি জিজ্ঞেস করলেন। তোমার এই গোসল কি জানাবাতের (ফরয গোসল) নাকি জুমু'আর জন্য? আমি বললাম: জানাবাতের। তিনি বললেন: তুমি আবার গোসল করে নাও। কেননা আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি জুমু'আর দিন গোসল করবে, সে পরবর্তী জমু'আ পর্যন্ত পবিত্রাবস্থায় থাকবে।
(তাবারানী 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ হাসানের কাছাকাছি। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি বলেছেন: এই হাদীসটি গরীব; মেহদী ব্যবহারকারী হারুন ইবন মুসলিম ব্যতীত কেউ এটি বর্ণনা করেনি। হাকিম তাবারানীর শব্দযোগে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন: বুখারী-মুসলিমের শর্তানুযায়ী এ হাদীসটি সহীহ। ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এটি বর্ণনা করেছেন। তবে তাঁর শব্দমালা হলঃ যে ব্যক্তি জুমু'আর দিন গোসল করবে, সে পরবর্তী জুমু'আ পর্যন্ত পবিত্র থাকবে।)
(তাবারানী 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ হাসানের কাছাকাছি। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি বলেছেন: এই হাদীসটি গরীব; মেহদী ব্যবহারকারী হারুন ইবন মুসলিম ব্যতীত কেউ এটি বর্ণনা করেনি। হাকিম তাবারানীর শব্দযোগে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন: বুখারী-মুসলিমের শর্তানুযায়ী এ হাদীসটি সহীহ। ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এটি বর্ণনা করেছেন। তবে তাঁর শব্দমালা হলঃ যে ব্যক্তি জুমু'আর দিন গোসল করবে, সে পরবর্তী জুমু'আ পর্যন্ত পবিত্র থাকবে।)
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي الْغسْل يَوْم الْجُمُعَة
1060 - وَعَن عبد الله بن أبي قَتَادَة رَضِي الله عَنهُ قَالَ دخل عَليّ أبي وَأَنا أَغْتَسِل يَوْم الْجُمُعَة فَقَالَ غسلك هَذَا من جَنَابَة أَو للْجُمُعَة قلت من جَنَابَة
قَالَ أعد غسلا آخر إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من اغْتسل يَوْم الْجُمُعَة كَانَ فِي طَهَارَة إِلَى الْجُمُعَة الْأُخْرَى
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَإِسْنَاده قريب من الْحسن وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَقَالَ هَذَا حَدِيث غَرِيب لم يروه غير هَارُون يَعْنِي ابْن مُسلم صَاحب الحنا وَرَوَاهُ الْحَاكِم بِلَفْظ الطَّبَرَانِيّ وَقَالَ صَحِيح على شَرطهمَا وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَلَفظه من اغْتسل يَوْم الْجُمُعَة لم يزل طَاهِرا إِلَى الْجُمُعَة الْأُخْرَى
قَالَ أعد غسلا آخر إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من اغْتسل يَوْم الْجُمُعَة كَانَ فِي طَهَارَة إِلَى الْجُمُعَة الْأُخْرَى
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَإِسْنَاده قريب من الْحسن وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَقَالَ هَذَا حَدِيث غَرِيب لم يروه غير هَارُون يَعْنِي ابْن مُسلم صَاحب الحنا وَرَوَاهُ الْحَاكِم بِلَفْظ الطَّبَرَانِيّ وَقَالَ صَحِيح على شَرطهمَا وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَلَفظه من اغْتسل يَوْم الْجُمُعَة لم يزل طَاهِرا إِلَى الْجُمُعَة الْأُخْرَى