আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১০. অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
হাদীস নং: ১৬৭৩
 অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
কুরবানীর প্রতি উৎসাহ দান এবং শক্তি-সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানী করে না, তার প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ আর যে ব্যক্তি কুরবানীর চামড়া বিক্রি করে ফেলে
১৬৭৩. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ উত্তম কুরবানী হচ্ছে দুম্বা-আর উত্তম কাফন হচ্ছে ইয়েমেনী চাদর। 
(হাদীসটি আবু দাউদ, তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। তবে ইবন মাজাহর বর্ণনায় শিং বিশিষ্ট দুম্বার উল্লেখ রয়েছে। এঁরা সবাই উফায়র ইব্ন মাদান ... হাদীসটি বর্ণনা করেন। সুলায়মান ইব্ন আমির ... আবু উমামা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তিরমিযী বলেন, হাদীসটি গরীব। হাফিয (র) বলেন, উফায়র রাবী হিসাবে অনির্ভরযোগ্য।)
(হাদীসটি আবু দাউদ, তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। তবে ইবন মাজাহর বর্ণনায় শিং বিশিষ্ট দুম্বার উল্লেখ রয়েছে। এঁরা সবাই উফায়র ইব্ন মাদান ... হাদীসটি বর্ণনা করেন। সুলায়মান ইব্ন আমির ... আবু উমামা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তিরমিযী বলেন, হাদীসটি গরীব। হাফিয (র) বলেন, উফায়র রাবী হিসাবে অনির্ভরযোগ্য।)
كتاب الْعِيدَيْنِ
التَّرْغِيب فِي الْأُضْحِية وَمَا جَاءَ فِيمَن لم يضح مَعَ الْقُدْرَة وَمن بَاعَ جلد أضحيته
1673- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خير الْأُضْحِية الْكَبْش وَخير الْكَفَن الْحلَّة
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه إِلَّا أَنه قَالَ الْكَبْش الأقرن
رَوَوْهُ كلهم من رِوَايَة عفير بن معدان عَن سليم بن عَامر عَن أبي أُمَامَة
وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب
قَالَ الْحَافِظ عفير واه
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه إِلَّا أَنه قَالَ الْكَبْش الأقرن
رَوَوْهُ كلهم من رِوَايَة عفير بن معدان عَن سليم بن عَامر عَن أبي أُمَامَة
وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب
قَالَ الْحَافِظ عفير واه