আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১০. অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
হাদীস নং: ১৬৭৪
অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
কুরবানীর প্রতি উৎসাহ দান এবং শক্তি-সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানী করে না, তার প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ আর যে ব্যক্তি কুরবানীর চামড়া বিক্রি করে ফেলে
১৬৭৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন। যে ব্যক্তি কুরবানী করার শক্তি-সামর্থ্য রাখে অথচ কুরবানী করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।
(হাদিসটি হাকিম এভাবে মারফু সূত্রে বর্ণনা করেছেন এবং একে সহীহ বলেছেন। তিনি এটি মওকুফ পদ্ধতিতেও বর্ণনা করেন। আর সম্ভবত মাওকুফ পদ্ধতিটিই বিশুদ্ধতর।)
(হাদিসটি হাকিম এভাবে মারফু সূত্রে বর্ণনা করেছেন এবং একে সহীহ বলেছেন। তিনি এটি মওকুফ পদ্ধতিতেও বর্ণনা করেন। আর সম্ভবত মাওকুফ পদ্ধতিটিই বিশুদ্ধতর।)
كتاب الْعِيدَيْنِ
التَّرْغِيب فِي الْأُضْحِية وَمَا جَاءَ فِيمَن لم يضح مَعَ الْقُدْرَة وَمن بَاعَ جلد أضحيته
1674- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من وجد سَعَة لِأَن يُضحي فَلم يضح فَلَا يحضر مصلانا
رَوَاهُ الْحَاكِم مَرْفُوعا هَكَذَا وَصَححهُ وموقوفا وَلَعَلَّه أشبه
رَوَاهُ الْحَاكِم مَرْفُوعا هَكَذَا وَصَححهُ وموقوفا وَلَعَلَّه أشبه