আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১০. অধ্যায়ঃ ঈদ ও কুরবানী

হাদীস নং: ১৬৮২
অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
কোন জন্তুর নাক-কান কর্তনের ব্যাপারে সতর্কবাণী, যারা খাওয়া ছাড়া অন্য কোন উদ্দেশ্যে জীব-জন্তুকে হত্যা করে, তাদের প্রসঙ্গ এবং উত্তমভাবে প্রাণ হরণ ও যবেহের নির্দেশ প্রসঙ্গ
১৬৮২. আবদুর রায্‌যাক এ হাদীসটি মারফু' সূত্রেও মুহাম্মদ ইবন রাশিদ ওয়াসীন ইবন আতা থেকে বর্ণনা করেছেন। ওয়াযীন বলেন: একজন কসাই একটি ছাগল যবেহ করার জন্য ছাগলের খোয়াড়ের দরজা খুলল। কিন্তু ছাগলটি তার হাত থেকে ছুটে গেল এবং নবী করীম ﷺ-এর কাছে এসে পৌঁছল। কসাইটি তাকে অনুসরণ করল এবং ধরে ফেলল। তারপর তার পা ধরে হেঁচড়িয়ে নিতে লাগল। রাসুলুল্লাহ্ ﷺ ছাগলাটিকে বললেনঃ আল্লাহর বিধানের সামনে তুমি ধৈর্যশীল হয়ে যাও। আর হে কসাই! তুমি একে সদয়ভাবে টেনে নিয়ে যাও।
( এ হাদীসটি মু'দাল, ওয়াযীনের ব্যাপারেও সমালোচনার অবকাশ রয়েছে।)
كتاب الْعِيدَيْنِ
الترهيب من المثلة بالحيوان ومن قتله لغير الأكل وما جاء في الأمر بتحسين القتلة والذبحة
1682- وَرَوَاهُ أَيْضا مَرْفُوعا عَن مُحَمَّد بن رَاشد عَن الْوَضِين بن عَطاء قَالَ إِن جزارا فتح بَابا على شَاة ليذبحها فانفلتت مِنْهُ حَتَّى جَاءَت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فاتبعها فَأَخذهَا يسحبها برجلها فَقَالَ لَهَا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم اصْبِرِي لامر الله وَأَنت يَا جزار فسقها سوقا رَفِيقًا
وَهَذَا معضل والوضين فِيهِ كَلَام
tahqiqতাহকীক:তাহকীক চলমান