আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১০. অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
হাদীস নং: ১৬৮৩
অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
কোন জন্তুর নাক-কান কর্তনের ব্যাপারে সতর্কবাণী, যারা খাওয়া ছাড়া অন্য কোন উদ্দেশ্যে জীব-জন্তুকে হত্যা করে, তাদের প্রসঙ্গ এবং উত্তমভাবে প্রাণ হরণ ও যবেহের নির্দেশ প্রসঙ্গ
১৬৮৩. আবু সালিহ হানাফী জনৈক সাহাবী থেকে যাঁকে ইবন উমর দেখেছেন-বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ ﷺ-কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি কোন প্রাণীকে লক্ষ্যস্থল বানিয়ে তার কোন অঙ্গ হানি করল অথবা ক্ষত-বিক্ষত করল এবং পরে তওবা করল না, কিয়ামতের দিন আল্লাহ্ তাকে অনুরূপ কঠোর শাস্তি দিবেন।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভযোগ্য ও সুপরিচিত।)
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভযোগ্য ও সুপরিচিত।)
كتاب الْعِيدَيْنِ
الترهيب من المثلة بالحيوان ومن قتله لغير الأكل وما جاء في الأمر بتحسين القتلة والذبحة
1683- وَعَن أبي صَالح الْحَنَفِيّ عَن رجل من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رَآهُ ابْن عمر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من مثل بِذِي روح ثمَّ لم يتب مثل الله بِهِ يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات مَشْهُورُونَ
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات مَشْهُورُونَ