আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৬৯৬
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৯৬. হযরত জাবির (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন: মকবুল হজ্জের বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু নয়। প্রশ্ন করা হল, মকবুল হজ্জের লক্ষণ কি? তিনি বললেন, লোকদেরকে বেশি করে আপ্যায়ন করে ও সুন্দর করে কথা বলে।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। তাবারানীও এটি 'আওসাতে' হাসান সনদে বর্ণনা করেন। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী ও হাকিম এটি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেন। হাকিম বলেন, হাদীসটি সহীহ সনদ বিশিষ্ট। আহমদ ও বায়হাকীর অপর এক বর্ণনায় বলা হয়েছে। আপ্যায়ন ও সালামের বহুল প্রসার।)
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। তাবারানীও এটি 'আওসাতে' হাসান সনদে বর্ণনা করেন। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী ও হাকিম এটি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেন। হাকিম বলেন, হাদীসটি সহীহ সনদ বিশিষ্ট। আহমদ ও বায়হাকীর অপর এক বর্ণনায় বলা হয়েছে। আপ্যায়ন ও সালামের বহুল প্রসার।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1696- وَعَن جَابر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْحَج المبرور لَيْسَ لَهُ جَزَاء إِلَّا الْجنَّة
قيل وَمَا بره قَالَ إطْعَام الطَّعَام وَطيب الْكَلَام
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَالْحَاكِم مُخْتَصرا وَقَالَ صَحِيح الْإِسْنَاد
وَفِي رِوَايَة لِأَحْمَد وَالْبَيْهَقِيّ إطْعَام الطَّعَام وإفشاء السَّلَام
قيل وَمَا بره قَالَ إطْعَام الطَّعَام وَطيب الْكَلَام
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَالْحَاكِم مُخْتَصرا وَقَالَ صَحِيح الْإِسْنَاد
وَفِي رِوَايَة لِأَحْمَد وَالْبَيْهَقِيّ إطْعَام الطَّعَام وإفشاء السَّلَام