আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৬৯৭
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৯৭. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমরা একই সাথে হজ্জ ও উমরা আদায় কর। কেননা এ দু'টি দারিদ্র্য ও গুনাহকে এভাবে দূর করে দেয় যেমন কামারের অগ্নি চুল্লী লোহা, সোনা ও রূপার ময়লা দূর করে দেয়। আর মকবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয়।
(হাদীসটি তিরমিযী এবং ইবন মুয্যয়মা ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থদ্বয়ে বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান-সহীহ। ইবন মাজাহ ও বায়হাকী এটি উমর (রা)-এর হাদীস থেকে বর্ণনা করেছেন। তাঁদের বর্ণনায় হাদীসটির শেষ অংশ সোনা-রূপার ময়লা .... এ কথার উল্লেখ নেই। বায়হাকীর এক বর্ণনায় এরূপ রয়েছে: এক সাথে হজ্জ ও উমরা পালন আয়ু বৃদ্ধি করে দেয় এবং দারিদ্র্য ও গুনাহ এমনভাবে দূর করে দেয় যেমন কামারের অগ্নি চুল্লী ময়লা দূর করে দেয়।
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1697- وَعَن عبد الله يَعْنِي ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تابعوا بَين الْحَج وَالْعمْرَة فَإِنَّهُمَا ينفيان الْفقر والذنُوب كَمَا يَنْفِي الْكِير خبث الْحَدِيد وَالذَّهَب وَالْفِضَّة وَلَيْسَ للحجة المبرورة ثَوَاب إِلَّا الْجنَّة

رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح وَرَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ من حَدِيث عمر وَلَيْسَ عِنْدهمَا وَالذَّهَب إِلَى آخِره
وَعند الْبَيْهَقِيّ فَإِن مُتَابعَة بَينهمَا يزيدان فِي الْأَجَل وينفيان الْفقر والذنُوب كَمَا يَنْفِي الْكِير الْخبث
tahqiqতাহকীক:তাহকীক চলমান