আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭০২
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭০২. হযরত জাযান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার হযরত ইবন আববাস (রা) অসুস্থ হয়ে পড়লেন। তিনি তার সন্তানদেরকে থেকে একত্রিত করলেন। তারপর বললেন, আমি রাসুলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি এ যে বাক্তি মক্কা থেকে পায়ে হেঁটে হজ্জ করে মক্কায় ফিরে আসল, আল্লাহ তার প্রতি কদমে সাতশ' পুণ্য লিখে দিবেন। যার প্রতিটি পুণ্য হবে হরম শরীফের পুণ্য তুল্য। তাঁকে প্রশ্ন করা হল, হরম শরীফের পুণ্য কি? তিনি বললেন, প্রতিটি শূণ্য এক লক্ষ পুণ্যের সমান।
(হাদীসটি ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিম বর্ণনা করেছেন। তাঁরা উভয়েই ঈসা ইবন সাওয়াদা সূত্রে এটি বর্ণণা করেন। হাকিম বলেন, হাদীসটি সহীহ। ইবন মুযায়মা বলেন, হাদীসটি সহীহ হলেও ঈসা ইবন সওয়াদার ব্যাপারে আমার মনে খট্‌কাই থেকে যায়। হাফিয (র) বলেন, বুখারী বলেছেন, ঈসা ইবন সাওয়াদা মুনকারুল হাদীস।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1702- وَعَن زَاذَان رَضِي الله عَنهُ قَالَ مرض ابْن عَبَّاس مَرضا شَدِيدا فَدَعَا وَلَده فَجَمعهُمْ فَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من حج من مَكَّة مَاشِيا حَتَّى يرجع إِلَى مَكَّة كتب الله لَهُ بِكُل خطْوَة سَبْعمِائة حَسَنَة كل حَسَنَة مثل حَسَنَات الْحرم
قيل لَهُ وَمَا حَسَنَات الْحرم قَالَ بِكُل حَسَنَة مائَة ألف حَسَنَة

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم كِلَاهُمَا من رِوَايَة عِيسَى بن سوَادَة
وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَقَالَ ابْن خُزَيْمَة إِن صَحَّ الْخَبَر فَإِن فِي الْقلب من عِيسَى بن سوَادَة
قَالَ الْحَافِظ قَالَ البُخَارِيّ هُوَ مُنكر الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান