আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭০৩
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭০৩. হযরত ইবন আব্বাস (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন। আদম (আ) এক হাজারবার পায়ে হেঁটে ভারত থেকে বায়তুল্লাহ শরীফ এসেছেন। এর মধ্যে একবারও তিনি কোন যানবাহনে আরোহণ করেননি।
(এ হাদীসটিও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এর একজন বর্ণনাকারী কাসিম ইবন আবদুর রহমানের ব্যাপারে আমার মনে সংশয় রয়েছে। (হাফিয বলেন) এই কাসিম ইবন আবদুর রহমান একান্তই নীচুমানের রাবী।)
(এ হাদীসটিও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এর একজন বর্ণনাকারী কাসিম ইবন আবদুর রহমানের ব্যাপারে আমার মনে সংশয় রয়েছে। (হাফিয বলেন) এই কাসিম ইবন আবদুর রহমান একান্তই নীচুমানের রাবী।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1703- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن آدم عَلَيْهِ السَّلَام أَتَى الْبَيْت ألف أتية لم يركب قطّ فِيهِنَّ من الْهِنْد على رجلَيْهِ
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه أَيْضا وَقَالَ فِي الْقلب من الْقَاسِم بن عبد الرَّحْمَن
قَالَ الْحَافِظ الْقَاسِم هَذَا واه
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه أَيْضا وَقَالَ فِي الْقلب من الْقَاسِم بن عبد الرَّحْمَن
قَالَ الْحَافِظ الْقَاسِم هَذَا واه